পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র না পাওয়ায় নেপাল যেতে পারলেন না ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের সংবাদমাধ্যম জি নিউজ এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ১০-১২ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে একটি কনভেনশনে যোগ দেওয়ার কথা ছিল মমতার। কিন্তু এ সম্মেলনে যাওয়ার অনুমতি দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
যদিও এটিই প্রথম নয়। এর আগেও রোম এবং চীন সফর বাতিল হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র না মেলায়।
মূলত নেপাল জাতীয় কংগ্রেসের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। সেখানে কনভেনশনের উদ্বোধনী সেশনেই আমন্ত্রণ জানান হয়েছিল তাকে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দেয়নি।
তবে কেন অনুমতি দেওয়া হয়নি সে বিষয়েও জানানো হয়নি কিছু।
এর আগে চলতি বছর রোমের সান্তিয়াগোতে ওয়ার্ল্ড পিস সামিটে আমন্ত্রণ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমন্ত্রণ জানানো হয়েছিলো। তারও আগে চীন সফরে যাওয়ার ছাড়পত্রও দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে।