মৃত্যুহীন ২৪ ঘণ্টা পার করলো বাংলাদেশ

0
0

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন পার করলো বাংলাদেশ। এর আগে, গত ২০ নভেম্বর প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন ছিল বাংলাদেশ। তবে এখন পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণহানি হয়েছে ২৮ হাজার ১৬ জনের।

 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৪৯৬টি।

 

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ২৬২জনের। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন।

 

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here