আমিনবাজারে ছয় ছাত্র হত্যা: ১৩ আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে

0
16

এক দশক আগে ঢাকার আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার মামলার ১৩ আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) নথি হাইকোর্টে এসেছে।

ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী বিচারিক আদালতের দেওয়া কোনো মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠাতে হয়। সে রীতি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে।

গত ২ ডিসেম্বর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহানের দেয়া আলোচিত এই রায়ে ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

 

২০১১ সালে আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয়জনকে পিটিয়ে হত্যার ওই ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করে দেয়। পুলিশের অভিযোগপত্র পেয়ে ২০১৩ সালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ৬০ আসামির বিচার শুরু করে আদালত। তবে ৬০ আসামির মধ্যে তিনজন বিচার চলাকালেই মারা যান। বাকি ৫৭ আসামির মধ্যে ১৩ জনকে সর্বোচ্চ সাজা দেন আদালত। যাবজ্জীন কারাদণ্ড দেয়া হয় ১৯ আসামিকে। আর ২৮ জনকে খালাস দেন আদালত।

 

রায়ে মৃত্যুদণ্ড পাওয়া ১৩ আসামি হলেন:আব্দুল মালেক, সাঈদ মেম্বর, আব্দুর রশীদ, ইসমাইল হোসেন, জমসের আলী, মীর হোসেন, মজিবর রহমান, আনোয়ার হোসেন, রজ্জব আলী সোহাগ, মো. আলম, মো. রানা, মো. হামিদ, মো. আসলাম। এছাড়া বিচারিক আদালতের রায়ে যাবজ্জীন কারাদণ্ড পাওয়া ১৯ আসামি হলেন: শাহীন আহম্মদ, মো. ফরিদ খান, মো. রাজিব হোসেন, মো. ওয়াসিম, মো. ছাত্তার, মো. সেলিম, মনির হোসেন, মো. আলমগীর, মোবরক হোসেন, অখিল খন্দকার, মো. বশির,রুবেল হোসেন, মো. নুর ইসলাম,  মো. শাহাদাত হোসেন জুয়েল, মো. টুটুল, মো. মাসুদ, মো.  মোখলেছ, মো. তোতন ও মো. সাইফুল ইসলাম।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here