আপিল খারিজ হলেও এমপি হারুনকে সাজা ভোগ করতে হবে না

0
27

শুল্ক মুক্ত গাড়ি এনে বিক্রির অভিযোগে করা দুদকের মামলায় কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদসহ ৩ আসামির আপিল খারিজ করেছেন হাইকোর্ট। তবে এরই মধ্যে আসামিরা যে যতটুকু কারাভোগ করেছেন, তার বাইরে তাদের আর কোন সাজা ভোগ করতে হবে না।

বিচারিক আদালতের দেয়া সাজার বিরুদ্ধে আসামিদের করা আপিল খারিজ করে বৃহস্পতিবার এই রায় দেন বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ। আদালতে হারুনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মিজানুর রহমান ও এইচ এম সানজীদ সিদ্দিকী। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো.খুরশীদ আলম খান।

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বিক্রি করে শুল্ক ফাঁকির দায়ে সংসদ সদস্য হারুনকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা অর্থদণ্ড দিয়ে গত ২১ অক্টোবর কারাগারে পাঠায় ঢাকার বিশেষ জজ আদালত। হারুনের পাশাপাশি চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী এনায়েতুর রহমান বাপ্পীকে দুই বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেককে তিন বছর কারাদণ্ড ও ৪০ লাখ টাকা জরিমানা করা হয় রায়ে। বিগত চার দলীয় জোট সরকারের সময় সংসদ সদস্য থাকা অবস্থায় শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করে তা বিক্রির অভিযোগে হারুনসহ ওই তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৭ মার্চ এই মামলা করেছিল দুদক। এই মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেন আসামিরা। পরে জামিনে কারামুক্ত হন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here