নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ নিহত ৪

0
0

নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজন নিহত হয়েছে। জেলা সদরের বৌবাজার রেলস্টেশন এলাকায় বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন লিমা আক্তার (১২), মিনা আক্তার (৮), মোমিনুর রহমান (৬) ও তাদের প্রতিবেশি ৩০ বছরের শামীম হোসেন। এদের মধ্যে লিমা, মিনা ও মোমিনুর আপন ভাইবোন।

নিহতদের সবার বাড়ি সদর উপজেলার কুন্ডপুকুর ইউনিয়নের বৌবাজার রেলস্টেশনের পাশে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওই তিন শিশু রেললাইনের ওপর খেলছিল। এ সময় খুলনা মেইল ট্রেন আসতে দেখে শামীম তাদের লাইন থেকে সরাতে যান। তবে চারজনই ট্রেনে কাটা পড়ে মারা যান।

নীলফামারী জেনারেল হাসপাতালের ইমাজেন্সি মেডিকেল অফিসার গোলাম কিবরিয়া জানান, মোমিনুর ও শামীমের মরদেহ নীলফামারী সদর হাসপাতালে নেয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।

এ দুর্ঘটনার পর চিলহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ৯টার দিকে এই এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রেনটি আটকে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here