বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে রবিবার দুবাই যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে আটকে দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিনেত্রীকে বিমানবন্দর ছাড়ার অনুমতি দেয়া হলেও জানানো হয় দেশ ছাড়বার অনুমতি নেই তার।
অভিনেত্রীর কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। সেই মামলার তদন্তের জন্যই সন্দেহভাজন হিসেবে ইডি নোটিশ জারি করেছে অভিনেত্রীর নামে। শোনা যাচ্ছে, যে কোনো সময়ে গ্রেফতার হতে পারেন অভিনেত্রী।
ইডির দেওয়া চার্জশিটে বলা হয়েছে, জ্যাকুলিনকে খুশি করতে সুকেশ নাকি ১০ কোটি রুপির বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছেন। সেই উপহারের মধ্যে রয়েছে ৫২ লাখ রুপির ঘোড়া ও জ্যাকুলিনের পছন্দের চারটি পার্শিয়ান বিড়াল, যার প্রতিটির দাম ৯ লাখ রুপি।
জ্যাকুলিন একটা শোতে অংশ নিতে দুবাই যেতে চেয়েছিলেন বলে খবরে জানানো হয়েছে। খুব শিগগির জ্যাকুলিনকে দিল্লিতে জেরা করবে ইডি। এই মামলায় আগেও দু-বার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।
জ্যাকুলিনের বর্তমান অবস্থা প্রসঙ্গে তার এক সহশিল্পী বলেছেন, ‘তিনি খুবই মিষ্টি একজন মানুষ। তবে খুবই উচ্চাভিলাষী। সবসময়েই উন্নত জীবনের পেছনে ছোটেন। শুধু নিজের ভালোটাই বোঝেন।’
সুকেশের সঙ্গে সম্পর্কের জেরেই গত কয়েকমাস ধরে সংবাদ শিরোনামে রয়েছেন বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে এই প্রতারক ব্যবসায়ীর সঙ্গে জ্যাকুলিনের অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ছবি ফাঁস হয়েছে।