ভবিষ্যতের মহামারিগুলোর ভয়াবহতা বর্তমানের কোভিড পরিস্থিতিকে ছাপিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার অন্যতম রূপকার অধ্যাপক সারাহ গিলবার্ট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সারাহ গিলবার্ট পরবর্তী মহামারিগুলো মোকাবেলায় এ খাতে অধিক আর্থিক বিনিয়োগের প্রয়োজনীয়তার প্রতি জোর দিয়েছেন।
অন্যদিকে ওমিক্রন বিষয়ে তিনি সতর্ক করে বলেন, করোনা ভ্যাকসিন নতুন এ ধরন প্রতিরোধে সীমিত কার্যকর হতে পারে। যেহেতু নতুন ধরনটির সম্পর্কে বেশি তথ্য জানার সুযোগ হয়নি, একারণে সর্তকতা অবলম্বনের বিকল্প নেই।
বিবিসির প্রতিবদনে সারাহ’র বরাতে বলা হয়, করোনা মহামারি আমাদের জীবনকে অবর্ণনীয় হুমকির মুখে ফেলেছে। তবে এটি সর্বশেষ হুমকি নয়। এর পরবর্তী মহামারি এ অবস্থার চেয়েও ক্ষতিকর হতে পারে।
পরের মহামারি আরও বেশি সংক্রামক, জীবনঘাতী বা উভয়ই হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মহামারি মোকাবেলায় যথাযথ প্রস্তুতির অভাব রয়েছে বলে মনে করেন তিনি। বিশ্বব্যাপী এ খাতে পর্যাপ্ত আর্থিক বিনিয়োগকে জরুরি বলছেন সারাহ।
তিনি বলেন, মহামারি বিষয়ে আমরা যে জ্ঞান এবং অগ্রগতি অর্জন করেছি এটিকে হারাতে দেয়া যাবে না।