তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বোমা মেরে হত্যারচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তবে এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে তুরস্কের বেশ কটি সংবাদমাধ্যম। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা গেছে, গতকাল শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সির্ত শহরে একটি সমাবেশে অংশ নেয়ার কথা ছিল প্রেসিডেন্ট এরদোয়ানের।
সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশের গাড়ির নিচে একটি বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়। বোমাটি পরে নিস্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট।
রয়টার্স বলছে, সিরিয়ার সীমান্তবর্তী শহর নুসাইবিন এলাকায় ওই পুলিশ সদস্যের নিজ বাড়িতে পার্কিংয়ে রাখা গাড়ি থেকে এই বোমা উদ্ধার করা হয়। তবে সির্ত শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে নুসাইবিন এলাকা থেকে উদ্ধার করা বোমাটি পরে নিস্ক্রিয় করা হয়।
এ ঘটনায় জড়িতদের খুঁজতে তদন্তে নেমেছে তুর্কি পুলিশ। এমন এক সময় এরদোয়ানকে হত্যাচেষ্টার খবর এল যখন তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এর আগেও, অভ্যুত্থানের মাধ্যমে এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টাও ব্যর্থ হয়েছিলো।