সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সারাদেশে সব ধরনের পরিবহনে সব সময়ের জন্য হাফ পাস চালুর দাবিও জানিয়েছে তারা।
এরই মাঝে হাফ পাস নিশ্চিতের ঘোষণা আসলেও সেটি সারাদেশে সব ধরনের পরিবহনে কার্যকর করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
শনিবারের বিক্ষোভে লাল কার্ড দেখিয়ে সড়কে অব্যবস্থাপনা ও প্রশাসনের ব্যর্থতা তুলে ধরেছে তারা। আন্দোলনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে শিক্ষার্থীরা। বিক্ষোভের সময় পুলিশ হামলা চালায় বলে দাবি করেছে তারা।
এর আগে শিক্ষার্থীদের আরেকটি অংশ নয় দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। রোববার শাহবাগে প্রতীকী মৃতদেহের মিছিল ও রামপুরায় আবারও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলেছে, দাবি আদায় হলেই রাস্তা ছেড়ে চলে যাবে।
শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছে ছাত্র-ছাত্রীরা।