চট্টগ্রামে রেল-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

0
0

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় বাস, সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাফিক পুলিশসহ তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে পুলিশ সুপার মো: হাসান চৌধুরী নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহতদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল মনির হোসেন । তিনি ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। অপরজন সৈয়দ বাহাউদ্দিন আহমেদ, তিনি শহরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার বাসিন্দা। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেলের সিগন্যাল অমান্য করে রেলক্রসিং পার হতে গিয়ে সিএনজি অটোরিকশা ও বাস রেল লাইনে আটকে যায়, সেসময় ডেমু ট্রেনটি বাস ও সিএনজিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে বাস ও সিএনজি যাত্রী হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় রেলওয়ের পুলিশের এডিশনাল এসপিকে প্রধান করে রেল পুলিশের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ সুপার মো: হাসান চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here