মুন্সীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইবোনের মৃত্যু

0
0

মুন্সীগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণে দগ্ধ দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ওই ঘটনায় দগ্ধ শিশুদের মা-বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঢাকায় চিকিৎসাধীন তাদের অবস্থাও আশঙ্কাজনক। তিতাসের পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস জমে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুরের শাহ সিমেন্ট রোডে একটি বাড়ির দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন আব্দুল কাউসার খান। গতকাল বৃহস্পতিবার ভোরে হঠাৎ বিকট বিস্ফোরণে দগ্ধ হন কাউসার, তার স্ত্রী শান্তা, ৬ বছরের ছেলে ইয়াসিন ও ৩ বছরের মেয়ে নোহর।

গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ইয়াসিনের ৪৪ ও নোহরের শরীরের ৩২ শতাংশ আগুনে পুড়ে যায়। রাতে দুই ভাইবোনের মৃত্যু হয়।

দগ্ধ কাউসারের ৬০ ও শান্তার শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

কাউসারের বাড়ি কিশোরগঞ্জে। তিনি মুন্সীগঞ্জে প্রায় ৮ বছর ধরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ওয়ার্কসপ রক্ষণাবেক্ষণ বিভাগে কর্মরত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here