মন্ত্রী বললেন, ‘মন চাইছে আত্মহত্যা করি’

0
0

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?’

জানা যায়, মন্ত্রী তার পরিচিতকে একটি বেয়ারার চেক দিয়ে ব্যাংকে পাঠান। চেকটি এলিফ্যান্ট রোড শাখায় জমা দিলে ‘ডিসেম্বর’ বানানটি বাংলায় লেখা থাকায় চেকটি প্রথমে ফেরত দেয়া হয় ওই শাখার কাউন্টার থেকে। পরে ওই ব্যক্তি বাসায় ফিরে মন্ত্রীকে বিষয়টি অবহিত করেন। মন্ত্রী বিষয়টি নিয়ে নিজে ব্যাংকের ওই শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেন। এরপর শাখাটি পুনরায় চেকটি অনার করে।

পরে তিনি আরেক পোস্টে বলেন, আজ সকালে এক‌টি চে‌কে আ‌মি “ডি‌সেম্বর” বাংলায় লি‌খে‌ছি ব‌লে কাউন্টার থে‌কে চেক‌টি ফেরৎ দি‌য়ে‌ছিলো। এরপর সব ঠিক হয়েছে। এটা আমাদের বাংলাদেশ। প্রমাণিত হলো ন্যায়সঙ্গত প্রতিবাদ করলে জয়ী হওয়া যায়। সেই চেকের টাকা ভাঙানো হয়েছে। জয় বাংলা।

এসব বিষয়ে সবাইকে প্রতিবাদ করতে বলেন মন্ত্রী। ভাষার মর্যাদা রক্ষায় তিনি এই কাজ করেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here