বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

0
12

পাবনার ভাঙ্গুড়ায় বড়ালব্রিজ স্টেশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি সমকালকে বলেন, ‘বৃবৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এরপর ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা লাইন সচল করার চেষ্টা করছি।’

পাকশী রেলওয়ের সহকারী প্রকৌশলী শিপন আলী জানান, মালবাহী ট্রেনটি বড়ালব্রিজ স্টশন অতিক্রম করার সময় হঠাৎ জোরে শব্দ হয়। তারপর পেছনের দশটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। একটি বগি কাত হয়ে যায় এবং বিচ্ছিন্ন বগি একটি চাকা রেললাইন থেকে পড়ে যায়।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং ক্লার্ক মামুন বলেন, পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত এ পথে কোনো ট্টেন চলাচল করতে পারছে না।

এদিকে চাটমোটর স্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও উল্লাপাড়া স্টেশনে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here