খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো সরকারের জন্যই দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার কিছু হলে সরকারই দায়ী হবে। এ সময় রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তির শপথ গ্রহণ করেন দলের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বললেন, ৭১-এর ডিসেম্বরের এই দিনে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তান হানাদারদের হাতে বন্দী ছিলেন খালেদা জিয়া। আর স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে এসে বন্দী ফ্যাসিস্ট সরকারের হাতে।
তিনি আরও বলেন, এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসন, স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনীতিসহ রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংস করেছে ক্ষমতাসীনরা। আগামী নির্বাচনকে লক্ষ্য করে আবারও কুট-পরিকল্পনা করছে তারা।
মানববন্ধনে যোগ দেয়া মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতারা বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রীকে বিনা চিকিৎসায় হত্যার চক্রান্ত চলছে। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ।