হত্যার দিন ৭ আসামিকে মাংস-ভাত খাওয়ান অন্তু

0
0

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে গুলি করে হত্যার দিন দুপুরে অন্তু নামে একজনের বাড়িতে এজহার নামীয় ৭ আসামি গরুর মাংস দিয়ে ভাত খায়। অন্তু বাজার থেকে মাংস ও চাল কিনে আনেন। অন্তুর মা রান্না করে তাদের খাওয়ান। খাওয়া শেষে অন্তু ব্যাটারি চালিত অটোরিকশা ডেকে আনেন।

তারা অটোরিকশাযোগে বিদায় নেন। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা এই তথ্য জানান।

সেই অন্তুসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ রাব্বি ইসলাম অন্তু ১৭নং ওয়ার্ডের সংরাইশ এলাকার বাদল মিয়ার ছেলে।

অপরজন মামলার ৮ নম্বর আসামি নগরীর ১৬ নং ওয়ার্ডের সুজানগর পূর্বপাড়া এলাকার নুর আলীর ছেলে জিসান মিয়া।

সোমবার এ দু’জনকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক কায়সার হামিদ। তবে এদিন শুনানি অনুষ্ঠিত না হওয়ায় আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ বলছে তারা অন্তুর বিষয়টা খতিয়ে দেখছে।

তদন্তের পরে জানা যাবে অন্তু এ ঘটনার সাথে জড়িত কিনা। এনিয়ে এই জোড়া খুনের ঘটনায় ৬ জন গ্রেফতার হলেন।

মামলার তদন্ত কর্মকর্তা কায়সার হামিদ বলেন, মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি জিসানকে রবিবার গভীর রাতে নগরীর সংরাইশ এলাকা থেকে এবং একই সময়ে অন্তুকে জেলার দেবিদ্বার থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও পুলিশের সদস্যরা। অন্তু মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে নগরীর পাথরিয়াপাড়ায় কাউন্সিলর কার্যালয় সংলগ্ন থ্রি স্টার এন্টারপ্রাইজে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা। এ ঘটনায় আরও ৫ জন গুলিবিদ্ধ হন। জোড়া খুনের ঘটনায় গত ২৩ নভেম্বর রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here