মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

0
0

শনিবার সকালে থেকে বকেয়া বেতন-বোনাসের দাবিতে মিরপুর ১৪ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।’

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার পর পরই কয়েকশ শ্রমিক মিরপুর ১৩ নম্বর ও কাফরুল থানার সামনে জড়ো হন। এক পর্যায়ে সেখান থেকে পুলিশ সরিয়ে দিলে ১৪ নম্বর গোল চত্বরের সামনে গিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকার দাবি করেন, দুই থেকে তিন মাসের বেতন বকেয়া পড়ে আছে। বার বার বেতন দিতে চেয়েও মালিকপক্ষ দিচ্ছে না।

এদিকে, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মিরপুর ১০, ১৩, ১৪ সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। যাত্রীরা পড়েন দুর্ভোগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here