নানিয়ারচরে ইউপিডিএফ আস্তানা থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার

0
0

রাঙ্গামাটির নানিয়ারচর জোনের ত্রিপুরাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গােলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে যৌথবাহিনী।

 

নানিয়ারচর জোন সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নানিয়ারচর জোনের আওতাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত বামে ত্রিপুরাপাড়া নামক এলাকায় ইউপিডিএফ (মূল) দলের প্লাটুন কমান্ডার এবং পরিচালক প্লাবন চাকমাসহ ১৬-১৭ জন সশস্ত্র সন্ত্রাসী দল চাঁদা সংগ্রহ এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য ক্যাম্প স্থাপন করে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে শুক্রবার ২৬ নভেম্বর আনুমানিক ভাের ৪ টায় নানিয়ারচর জোন এবং স্থানীয় পুলিশের সহায়তায় যৌথবাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) এর আস্তানা হতে একটি ৭.৬২ মিঃমিঃ একে-৪৭ (চায়না) ম্যাগাজিনসহ (১৮ রাউন্ড এ্যামুনিশন), একটি ৭.৬৫ মিঃমিঃ অটোমেটিক পিস্তল (চায়না) ম্যাগাজিনসহ (০২ রাউন্ড এ্যামুনিশন), একটি দেশীয় এলজি (০২ রাউন্ড কার্তুজসহ), একটি ওয়াকিটকি সেট, ৩ সেট ইউপিডিএফ (মূল) এর ব্যবহৃত ইউনিফর্ম, একটি কালাে ব্যাগ, একটি রাইজিং ষ্টার নামক ম্যাগাজিন, একটি ল্যান্ড ফোন (সীম দ্বারা পরিচালিত), দুইটি মােবাইল ফোন, তিনটি চাঁদা আদায়ের রেজিষ্টার, দুইটি চাঁদা আদায়ের ডায়েরী, চারটি জাতীয় পরিচয় পত্র, নগদ দুই লাখ ঊনপঞ্চাশ হাজার একশত আঠারাে টাকা এবং আটত্রিশটি দেশী বিদেশী পুরােনাে মুদ্রাসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here