ম্যাচ সেরা হায়দার, সিরিজ সেরা রিজওয়ান

0
0

শেষ ওভারের নাটকীয়তায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান জিতেছে ৫ উইকেটে। ব্যাট হাতে ৩৮ বলে ৪৫ রানের দারুণ ইনিংস খেলেন হায়দার আলী। ফলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। আর সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৭ উইকেটে ১২৪

রান। জবাবে পাকিস্তান জেতে শেষ বলের রোমাঞ্চে, নওয়াজের বাউন্ডারিতে। রিজওয়ান করেন ৪০ রান। বাবর আজমের ব্যাটে আসে ১৯ রান। টপ অর্ডারে বাবর ও রিজওয়ানের বিদায়ের পর পাকিস্তানকে কক্ষপথে রাখেন হায়দার আলী। কারণ তার পরের কোনো ব্যাটারই পাননি দুই অঙ্কের রান। ৪৫ রানের ইনিংসে হায়দার আলী হাঁকান তিন চার ও দুটি ছক্কা।

অন্যদিকে সিরিজ সেরা হওয়া রিজওয়ান তিন ম্যাচে করেছেন ৯০ রান। নেই কোনো ফিফটি। গড় ৩০.০০। সিরিজে দ্বিতীয় রান সংগ্রাহক তিনি। ২ ম্যাচে সর্বোচ্চ ৯১ রান পাকিস্তানেরই ফখর জামানের। তৃতীয় স্থানে আছে বাংলাদেশের আফিফ হোসেন। তিন ম্যাচে ২৫.৩৩ গড়ে তার মোট রান ৭৬। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৩৬।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here