বগুড়ার গ্রামে আটটি শক্তিশালী হাতবোমা নিষ্ক্রিয় করল পুলিশ

0
17

বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া এলাকায় একটি বাগানের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় শক্তিশালী ৮টি হাতবোমা উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

 

ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একদল সদস্য শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিষ্ক্রিয় করেন।

 

তবে বোমাগুলো সেখানে কে বা কারা রেখেছিল সে সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি। অবশ্য পুলিশের ধারণা, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় গোকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বোমাগুলো সেখানে রাখা হয়েছিল।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, গোকুল উত্তরপাড়া এলাকার আব্দুল জলিলের বাড়ির সংলগ্ন বাগানের পেছনে ৮টি জর্দার কৌটা ভর্তি একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশে খবর দেয়। এরপর সেখানে পুলিশ পাঠানো হয় এবং সারারাত ওই এলাকাটি ঘিরে রাখা হয়।

 

তিনি জানান, জর্দার কৌটাগুলো বোমা বলে সন্দেহ হওয়ায় বিষয়টি ঢাকায় সিটিটিসির বোমা নিষ্ফ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়। এরপর সিটিটিসি ইউনিটের দুই পরিদর্শক আবুল বাসার ও রাইসুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ টিম শুক্রবার সকালে বগুড়ার উদ্দেশে রওনা হয়।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, সিটিটিসি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের মধ্যে থাকা কৌটাগুলো পরীক্ষা করেন এবং সেগুলো শক্তিশালী বোমা বলে নিশ্চিত হন। এরপর একে একে ওই ৮টি হাতবোমা নিরাপদে পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

কে বা কারা বোমাগুলো সেখানে রেখেছিল- এমন প্রশ্নের জবাবে ওসি সেলিম রেজা বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো সেখানে রাখা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here