লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন দেশটির সাবেক শাসক মুয়াম্মার আল-গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি।
রবিবার তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করেন।
বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ার নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে ৪৯ বছর বয়সি সাইফকে।তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন পূর্বাঞ্চলীয় মিলিটারি কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আবদুল হামিদ এবং পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহ।
ডিসেম্বর মাসে লিবিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।