ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (নগর ভবন) সামনের সড়কে বিশাল আকৃতির একটি গাছ ভেঙে পড়েছে। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। গাছটি অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
জানা যায়, গাছটি অনেক পুরোনো ছিল।বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় গাছটি ভেঙে রাস্তায় পড়ে।
রবিবার রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখার দায়িত্বরত কর্মকর্তা মো. রায়হান জানান, রাত ৮টা ৫ মিনিটের দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনের সড়কে বিশাল আকৃতির একটি গাছ ভেঙে পড়ে। খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে রাত ৮টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা গিয়ে কাজ শুরু করেন।