তোপের মুখে বক্তব্য প্রত্যাহার, ওয়াকআউট করলেন বিএনপির এমপি হারুন

0
11

অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ‘বর্তমান সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন’ এমন মন্তব্য করে সরকার দলীয় সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন। হট্টগোলের মধ্যে স্পিকারের নির্দেশে বক্তব্য প্রত্যাহার করে সংসদ থেকে ওয়াকআউট করেন তিনি।

রবিবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নেন বিএনপির সংসদীয় দলের নেতা ঘারুন রশীদ। তিনি চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা বলার এক পর্যায়ে বলেন, যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ ভোট হচ্ছে, সেসব এলাকা আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে।

সেখানে অনেকেই ভোট ছাড়াই নির্বাচিত হয়েছে। সংবিধানের ১১ অনুচ্ছেদের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ‘এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন’।

বক্তব্যের সঙ্গে সঙ্গে সরকারি দলের সংসদ সদস্যরা সংসদে মাইক ছাড়াই তার প্রতিবাদ করতে থাকেন। চিৎকার-চেঁচামেচিতে বক্তব্য শোনা যাচ্ছিল না।

এ সময় তিনি কথাগুলো সম্পন্ন করার সুযোগ দিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকার তাকে বক্তব্যটুকু প্রত্যাহারের আহ্বান জানান।

এসময় স্পিকারকে উদ্দেশ্য করে হারুনুর রশীদ বলেন, আপনি প্রত্যাহার করতে বলেছেন। আমি আগে উত্থাপন করি।

আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই প্রত্যাহার করব। এ সময় চিৎকার-চেঁচামেচি আরো বেড়ে যায়। যে কারণে স্পিকার কোনো কথা শুনতে পাচ্ছেন না বলে হাউসকে জানান।

প্রতিবাদের মুখে বিএনপি দলীয় এমপি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, ‘এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন’ বলে আমার যে বক্তব্য আপনি প্রত্যাহার করার অনুরোধ করছেন, আমি তা প্রত্যাহার করছি। তিনি আরো বলেন, আপনি সংসদের অভিভাবক।

আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। ইতোমধ্যে দুই ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপ ও চতুর্থ ধাপের তফশিল হয়েছে। তিন শতাধিক ইউনিয়নের চেয়ারম্যান এবং গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদের নির্বাচিত বলা হচ্ছে, তারা কাদের দ্বারা ইলেকটেড (নির্বাচিত)? এই বিষয় আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি। আপনি আমাকে (বক্তব্য) প্রত্যাহার করতে বলছেন- (কিন্তু আমি জানতে চাই) তারা কাদের দ্বারা নির্বাচিত? এই বিষয়টি এখানে পরিষ্কার করবেন।

হারুনুর রশীদ বলেন, সম্প্রতি ফ্রান্সে ভোট হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। সেখানে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পরও আইন অনুযায়ী প্রেসিডেন্ট ৫০ শতাংশ ভোট পাননি বলে পুনরায় ভোট হয়েছে। তিনি বলেন, কোনো কাজের জন্য যখন টেন্ডার হয়, সেখানে একজন অংশগ্রহণকারী থাকলে পুনরায় টেন্ডার আহ্বান করা হয়। তাহলে যেসব জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদের নির্বাচিত করা হচ্ছে, সেসব জায়গায় কেন পুনঃতফসিল করা হচ্ছে না কেন? এতে একটি বড় রকমের সংকট তৈরি হয়েছে মন্তব্য করে তিনি।

বিএনপি নেতা বলেন, আজ নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করছে না। যে কারণে সরকারি দল ও তাদের বিদ্রোহী প্রার্থীরা সারা দেশে হানাহানি-খুনোখুনিতে লিপ্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here