অ্যাংহেল ডি মারিয়ার একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে পৌঁছে গেলো লিওনেল মেসির আর্জেন্টিনা।
মন্তেভিদিওতে ম্যাচের ৭ মিনিটেই আর্জেন্টিনাকে লিড এনে দেন অ্যাংহেল ডি মারিয়া। পাওলো দিবালার পাস ডি-বক্সে ধরে এক পলকে সামনে দেখে শট নেন পিএসজি মিডফিল্ডার।
প্রথম ২০ মিনিট পর আর্জেন্টিনার খেলার গতি কমে গেলে চাপ বাড়ায় উরুগুয়ে। ৩২ মিনিটে লুইস সুয়ারেজের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে আসে। সে যাত্রায় বেঁচে যায় আলবিসেলেস্তেরা।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবারও আর্জেন্টিনার সীমানায় হানা দেয় উরুগুয়ে। ম্যাচের ৮৪তম মিনিটে আলভারেস মার্তিনেজের হেড ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে বেঁচে যায় আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার এটি অষ্টম জয়। সঙ্গে চার ড্রয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।