শেখ হাসিনার চলার পথে এখনো মাইন পুঁতে রাখা আছে : পরিকল্পনামন্ত্রী

0
17

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দুজন স্বৈরশাসক ও দুইজন সামরিক শাসক এবং তার সঙ্গী সাথীরা আমাদের জন্য প্রতি পদে পদে মাইন পুঁতে রেখে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলার পথে এখনো মাইন পুঁতে রাখা আছে। সেই মাইনগুলো সচেতনভাবে দেখে দেখে তিনি এগিয়ে যাচ্ছেন। ইনডেমনিটি অধ্যাদেশকে আইনের মাধ্যমে পরিবর্তন করে বিচারের ব্যবস্থা করেছেন তিনি।এটা কিন্তু তার নির্বাহী আদেশে নয়। ’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ঘৃণ্য আইন ইনডেমনিটি’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ আয়োচনা সভার আয়োজন করে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ওরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল ব্যক্তি হিসেবে।

পরবর্তীতে সামরিক শাসক ইসলামকে রাষ্ট্রধর্ম করে আমাদের স্বাধীনতার মূলভিত্তি অসাম্প্রদায়িকতাকে ধ্বংস করে দিয়েছে, যা বর্তমানে আমাদের প্রতিটি চলার পথে বিভ্রান্ত করছে। ’

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অনুষ্ঠানের আলোচক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here