পাক প্রধানমন্ত্রী ইমরানকে ডেকে নিয়ে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

0
0

আদালতে ডেকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ভর্ৎসনা করলেন দেশটির সুপ্রিম কোর্ট।

বুধবার দুপুরে পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহমেদের নেতৃত্বে বিচারপতি কাজী মোহাম্মদ আমিন আহমেদ ও বিচারপতি জিয়াউল হাসানের বেঞ্চ এই ভর্ৎসনা করেন বলে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

২০১৪ সালে দেশটির আর্মি পাবলিক স্কুলে হামলা এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সরকারের চলমান আলোচনা নিয়ে ইমরানকে প্রশ্ন করেন আদালত।

এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর ইমরান আদালতে পৌঁছান।

পেশোয়ারের ওই আর্মি স্কুলে ২০১৪ সালে টিটিপির অস্ত্রধারী জঙ্গিরা হামলা চালায়। এতে ১৩২ শিশুসহ মোট ১৪৭ জন নিহত হন।

এছাড়া ইমরানের সরকার সাম্প্রতিক বিক্ষোভের জেরে টিটিপির সঙ্গে আলোচনায় বসে। সোমবার নিষিদ্ধ এই সংগঠনের সঙ্গে ‘পূর্ণ অস্ত্রবিরতিতে’ পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়েছে।

শুনানিতে বিচারপতি কাজী মোহাম্মদ আমিন আহমেদ বলেন, আমাদের বিশ্বের ষষ্ঠ বৃহৎ সেনাবাহিনী রয়েছে। কিন্তু তাদের (টিটিপি) বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন ফের আলোচনার টেবিলে ডাকা হলো?

বিচারপতি জিয়াউল হাসান প্রধানমন্ত্রী ইমরান খানকে বলেন, আর্মি স্কুলে হামলায় যারা সন্তান হারিয়েছে সেসব মা-বাবাকে ন আমাদের সন্তুষ্ট করা প্রয়োজন।

 

প্রধানমন্ত্রী ইমরান খান আদালতকে বলেন, আর্মি স্কুলে ওই সন্ত্রাসী হামলা ছিল খুবই বেদনাদায়ক। ২০১৪ সালে যখন হামলা হয়েছিল, তখন আমাদের দল খাইবার পাখতুনখাওয়ায় ক্ষমতায় ছিল। ওই ঘটনার রাতে আমরা আমাদের দলের একটি বৈঠক ডেকেছিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here