হাসপাতালে ভর্তি হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী

0
16

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট সেবা ক্লিনিক নামে একটি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

তবে তার অবস্থার উন্নতি হয়েছে। আজ-কালের মধ্যে হাসপাতাল ছাড়তে পারেন তিনি। মুহিবুল্লাহ বাবুনগরীর ভাতিজা মাওলানা মো. বাবু নগরী এই তথ্য জানান।

৮৭ বছর বয়সী মুহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত শনিবার সকাল থেকে তার জ্বর শুরু হয়। প্রাথমি চিকিৎসা নেওয়ার পরও জ্বর না কমায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নাজিরহাট সেবা ক্লিনিকে ডা. অতুল চৌধুরী ও ডা. মো. সাকিবের তত্ত্ববধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের সাবেক আমির মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরীর আপন মামা। জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তেফাজতের আমির নির্বাচিত হন মুহিবুল্লাহ বাবুগরী। তাদের দু’জনের গ্রামের বাড়িই ফটিকছড়ির বাবুনগরীতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here