খুলনার কয়রা উপজেলার একটি পুকুর থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বামিয়া গ্রামে বাগালি ইউনিয়ন পরিষদের সামনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন দিনমজুর হাবিবুল্লাহ গাজী (৩৫), তার স্ত্রী বিউটি বেগম (৩০) ও মেয়ে টুনি (১২)। হাবিবুল্লাহ ওই গ্রামের মাজেদ গাজীর ছেলে।
কয়রা থানার ওসি (তদন্ত) শাহাদাত হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদের সামনের পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তবে কারা, কী কারণে তাদের হত্যা করেছে তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।