চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্টোক ইউনিট চালু করা হয়েছে। মঙ্গলবার চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগে ১২ শয্যার এ ইউনিটের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির।
নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে ও বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহবুবুল আলম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এ হাছান চৌধুরী, রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুভাষ মজুমদার, নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী, ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ডা. শওকত হোসেন প্রমুখ।
ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, স্টোক ওয়ার্ড চালু হওয়ার ফলে রোগীরা উন্নত চিকিৎসা সেবা পাবে। ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউটের পর বাংলাদেশে সরকারিভাবে চমেক হাসপাতালে এ ইউনিট চালু হলো। নিউরোলজি ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় অনেক সময় লিফটের পাশে বারান্দায় রোগী ভর্তি দিতে হয়। এটি অমানবিক হলেও আমাদের কিছু করার ছিল না। এ ওয়ার্ডে বেড সংখ্যা দিন দিন বাড়ানোর চেস্টা করা হবে।
জানা গেছে, এখন হাসপাতালের নিউরোলজি বিভাগ এবং অন্য কয়েকটি বিভাগের জনবল দিয়ে ইউনিটটি চালানো হবে। পরে শয্যা বাড়ানোর পাশাপাশি লোকবল নিয়োগ দেওয়া হবে। সড়ক দুর্ঘটনায় নিহত হাসপাতালের শিক্ষার্থী ডা. মো. ওয়াহিদুর রহমানের নামে এ ইউনিটটির নামকরণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের উপ পরিচালক আফতাবুল ইসলাম, সহকারী পরিচালক ডা. মো. সাজ্জাদ হোসেন, ডা. রাজিব পালিত, নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কায়স্থগীর, ডা. শিউলি মজুমদার, ডা. পঞ্চানন দাশ, সহকারী অধ্যাপক ডা. মশিহুজ্জামান আলফা, ডা. মো. তৌহিদুর রহমান, ডা. মো. আনোয়ারুল কিবরিয়া, ডা. জামান আহম্মদ, ডা. মো. একরামুল আযম শাহেদ, কনসালটেন্ট ডা. সীমান্ত ওয়াদ্দাদার, সিনিয়র স্টোর অফিসার ডা. হুমায়ুন কবির ও বিভাগের রেজিস্টার ডা. পীযুষ মজুমদার প্রমুখ।