চট্টগ্রামে পূজামণ্ডপে হামলায় ১৫ আসামি রিমান্ডে

0
10

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা মামলায় ১৫ আসামিকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- ইফতেখার উদ্দিন, তৌহিদুল আলম, খালিদ বিন ওয়ালিদ, সৈয়দ মঈন উদ্দিন, দেলোয়ার হোসেন, মাসুদ পারভেজ, মো. হুমায়ুন, জাবেদুল ইসলাম, মো. রাসেল, নুরুল ইসলাম, মো. সোহাগ, আইয়ুব আলী, আমির হোসেন, খোরশেদ আলম ও ওমর ফারুক।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ১৫ আসামিকে সাত দিন করে রিমান্ডের আবেদন করে কোতোয়ালি থানা পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপে হামলার ঘটনায় ৮৪ জনের নামোল্লেখ করে ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পরে অভিযান চালিয়ে বাংলাদেশ যুব-ছাত্র অধিকার পরিষদের ৯ নেতাকর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here