সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সারাদেশে গণঅনশন-বিক্ষোভ

0
6

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সারাদেশে গণঅনশন-গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শনিবার সকাল ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে। এর আগে শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর ও স্থাপনায় যেসব হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে সরকার যে জিরো টলারেন্স ঘোষণা করেছে, সেটার দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক চক্রান্ত প্রতিরোধে এই কর্মসূচি বলে পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় গত কয়েকদিন ধরে বাংলাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে।

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সনাতন ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি সংগঠন। এ সময় নেতাকর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ পাস ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করাসহ পাঁচ দফা দাবি জানায়। বাংলাদেশ হিন্দু পরিষদের ডাকে কর্মসূচিতে জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ সনাতন কল্যাণ জোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ, ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনসহ বেশ কয়েকটি হিন্দু সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ওইদিন সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সনাতন ধর্মাবলম্বীদের আরও কয়েকটি সংগঠন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here