রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে হামলা ও আগুন দেওয়ার অন্যতম হোতা ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে জানান, গাজীপুরের টঙ্গী থেকে ঘটনার অন্যতম হোতা সৈকত মন্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ার বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গত রোববার রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা জেলে পল্লীতে বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় এর আগে আরও চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়।