ডেঙ্গু আক্রান্ত আরও ১২৩ জন হাসপাতালে

0
0

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১৬ জন এবং ঢাকার বাইরে সাতজন রয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৮০ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬২৫ জন এবং দেশের অন্যান্য এলাকায় ১৫৫ জন রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২২ হাজার ১৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ২৬৬ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৪ জন মারা গেছেন। চলতি মাসের প্রথম ২১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৩৩ জন এবং মারা গেছেন ১৫ জন। চলতি বছরে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত সেপ্টেম্বরে। ওই মাসে মোট সাত হাজার ৮৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এর আগে আগস্টে সাত হাজার ৬৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here