পাকিস্তানের হামলায় আখুন্দজাদা নিহত, অবশেষে স্বীকার করল তালেবান

0
21
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পরপরই শুরু হয়েছিল জল্পনা। সবার মনেই ছিল একই প্রশ্ন? কার হাতে উঠতে চলেছে আফগানিস্তানের ক্ষমতার ব্যাটন। আর এই জল্পনায় প্রথমেই উঠে এসেছিল যার নাম তিনি হলেন তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা। কে তিনি, কী তার ইতিহাস তা নিয়ে জোর চর্চা চলেছিল।

আখুন্দজাদাকে নিয়ে জল্পনা ছিল আগে থেকেই।

কেউ বলছিলেন তিনি পাকিস্তানের সেনাবাহিনীর হাতে বন্দি আছেন, কেউ আবার বলছিলেন পাকিস্তানি সেনার হামলায় মৃত্যু হয়েছে তার। কেউ কেউ বলছিলেন গোপনে লুকিয়ে আছেন তালেবান শীর্ষ নেতা আখুন্দজাদা, সময় হলে তার হাতেই উঠবে আফগানিস্তানের ক্ষমতা। তাকে নিয়ে জল্পনা জোরদার হওয়ার আরও এক কারণ হল, কখনও প্রকাশ্যে আসেননি এই নেতা। কিন্তু সব জল্পনায় জল ঢেলে সত্যিটা অবশেষে স্বীকার করে নিল তালেবান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here