টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0
0

শুরু হল বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় আল আমেরাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

একাদশ থেকে বাদ পড়েছেন নাইম শেখ ও নাসুম আহমেদ। প্রস্তুতি ম্যাচে না থাকলেও মূল ম্যাচে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।

টি-টোয়েন্টিতে এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-স্কটল্যান্ড। সেই ম্যাচে ১৬৩ রান তাড়া করে ৩৪ রানে হেরে যায় টাইগাররা। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে স্কটিশদের চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। সবশেষ ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি ৮টিতে জয় পেয়েছে।

মাসকটে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা জানি অন্যান্য দলের মতো আমাদের পাওয়ার হিটিং ব্যাটার নেই, কিন্তু আমরা আমাদের স্কিল হিটিংয়ে আত্মবিশ্বাসী। বিশ্বকাপে এই দক্ষতার ওপর আমরা বেশি মনোযোগ দেব।’

সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমের ফর্ম নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘মুশফিক একজন চ্যাম্পিয়ন ব্যাটার, সে যেকোনো মুহূর্তে ম্যাচ জয়ে ভূমিকা রাখতে পারে। একজন ক্রিকেটার হিসাবে যেকোনো সময় খারাপ সময়ের মধ্য দিয়ে যেতেই পারে এবং একই সময়ে আপনি যেকোনো মুহূর্তে ফর্মের ফিরতে পারেন। আমি বিশ্বাস করি মুশফিকের ফর্মে ফিরে আসার জন্য শুধু একটি ভালো ইনিংস দরকার। আমরা তাকে নিয়ে চিন্তা করছি না।’

এদিকে চতুর্থবারের মত টি টোয়েন্টির বিশ্ব আসরে পা রেখেছে স্কটল্যান্ড। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস ও নামিবিয়া দুই দলের বিপক্ষেই এসেছে জয়। এতেই আত্মবিশ্বাসের চূড়ায় স্কটিশ কোচ শন বার্জার। গণমাধ্যমকে জানিয়েছেন পাপুয়া নিউগিনি আর ওমানের চেয়ে বড় দল নয় বাংলাদেশ।

প্রতিপক্ষ কোচের এই মন্তব্য কিভাবে দেখছেন রিয়াদ? এমন প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, ‘আমরা সে কথা নিয়ে চিন্তিত নয়। দলের প্রতি আমার ভরসা রয়েছে, আমরা সবাইকে সম্মান করি, সবাইকে সমানভাবে দেখি। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা অবশ্যই ভালো করব।’

চোটের থাবায় বিশ্বকাপের আনুষ্ঠানিক দুই প্রস্তুতি ম্যাচে দলে ছিলেন না টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে আছেন তিনি।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

স্কটল্যান্ড একাদশ:

কাইল কোয়েতজার (অধিনায়ক), জর্জ মানসে, ম্যাথু ক্রস, রিচি বিরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস্টোফার গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরীফ ও ব্র্যাড হুইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here