সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি (আংশিক) বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রলীগের একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই মানববন্ধন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ‘১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে সিলেটের ছাত্রলীগ নিহত’, ‘অছাত্র নিয়ে সিলেট ছাত্রলীগের কমিটি মানি না- মানবো না’, ‘পকেট কমিটি মানি না- মানবো না’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন ছিল।
মানববন্ধন শুরুর আগে খণ্ড খণ্ড মিছিল সহকারে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহীদ মিনার এলাকায় আসেন। মহানগর ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা সৌরভ জায়গীরদারের পরিচালনায় বক্তব্য দেন মহানগর নেতা মুশফিকুর রহমান রুমা, ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম সৌমিক, জেলা নেতা আশফাক আহমদ মাসুদ, মুহিবুর রহমান, দীপরাজ দাস দীপায়ন প্রমুখ।
গত ১২ অক্টোবর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর ছাত্রলীগের একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা অর্থের বিনিময়ে কমিটি অনুমোদন দেওয়ার অভিযোগে আন্দোলন শুরু করে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ সংবাদ সম্মেলন করে কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ করেন।