বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল মধুখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রোগমুক্তি জন্য ১৬ অক্টোবর বিকেলে মেছড়দিয়া চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী-আহ্বায়ক – আকরাম খানের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক- শাকিল আসরাফ জনি’র সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা,ছাত্রদল কেন্দ্রীয় কমিটি’র- সাবেক-সহ-সম্পাদক- পারভেজ রেজা ,মধুখালী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও পৌর যুবদলের সদ্য সাবেক- আহবায়ক- এস এম মোক্তার হোসেন,যুবনেতা মাহবুব হোসেন তালুকদার, গালিব হাসান রিওন, ৬নং বিএনপির -যুগ্ম সাধারণ সম্পাদক- শাহ্ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটি’র -সদস্য -মুক্তার হাসান,পৌর স্বেচ্ছাসেবক দলের-সিনিয়র যুগ্ম আহ্বায়ক- মেহেদী হাসান,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক- গোলাম সারাফাত শরৎ ,পৌর ছাত্রদলের সদস্য- রবিউল শেখ , কাওসার ইসলাম সহ নেতৃবৃন্দ।।