পেরুর বিপক্ষে তিন পয়েন্টই তুলেছে মেসির আর্জেন্টিনা

0
10

লৌতারো মার্টিনেজের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। পেরু পেনাল্টি পাওয়ায় জেগেছিল পয়েন্ট হারানোর শঙ্কা। কিন্তু অতিথিরা গোল আদায় করতে না পারায় বিশ্বকাপ বাছাইয়ের আরেকটি ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলতে পেরেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ভোরে বুয়েন্স আয়ার্সে পেরুর বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

জয়ে ১১ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন টেবিলের দুইয়ে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩১ পয়েন্টে টেবিলের শীর্ষে ব্রাজিল। ইকুয়েডর তিনে, ১২ ম্যাচে ১৭ পয়েন্টে। চারে কলম্বিয়ার পয়েন্ট ১৬ ও পাঁচে উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে পিছিয়ে।

উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলে উড়ন্ত জয়ের সুখস্মৃতি নিয়ে নেমেছিল আর্জেন্টিনা। মাঠে যদিও সেই স্মৃতি ভুলে যাওয়ার দৃশ্যায়ন হল। কিছুটা অগোছালো খেলায় শুরু, আক্রমণে ধার নেই, লক্ষ্য ভুলে যাওয়া শট।

মেসি-ডি মারিয়া, মেসি-ডে পল জুটির কয়েকটি আক্রমণ যদিও ভীতি ছড়াল প্রতিপক্ষ রক্ষণে, কিন্তু গোলে পরিসমাপ্তি আসেনি সেসব সুযোগে। দশম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো পেরুর জাল খুঁজে নিলে আবার অফসাইডে কাটা পড়ে সেই গোল।

মার্টিনেজ, ডি মারিয়ার দুটি সুযোগ হাতছাড়ার পরে ৪৩ মিনিটে আসে উল্লাসের ক্ষেত্র। নাহুয়েল মোলিনার বাড়ানো বলে জাল খুঁজে নেন মার্টিনেজ। এগিয়ে থেকে আসে বিরতি।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৬৫ মিনিটে সমতা টানার সুযোগ পেয়েছিল পেরু। গোল আদায় করতে ব্যর্থ হয় স্পটকিকে। স্বাগতিক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ফাউলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ইয়োতুনের শট যেয়ে লাগে বারে। বেঁচে যায় আর্জেন্টিনা।

ম্যাচের ৭০ মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি-কিক আটকে দেন পেরু গোলরক্ষক। শেষদিকে রদ্রিগুয়েজের গোল বাতিল হয়ে যায় জালে বল জড়ানোর আগেই প্রতিপক্ষকে ফাউলের জেরে। ব্যবধান বাড়েনি তাতে। তবে পূর্ণ পয়েন্ট তোলা আটকায়নি আর্জেন্টিনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here