বিনিয়োগকারীদের চোখ এখন চট্টগ্রামের দিকে: মার্কিন রাষ্ট্রদূত

0
33

মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, ‘বর্তমানে চট্টগ্রামে বিনিয়োগের অপার সম্ভাবনা ও ক্ষেত্র তৈরী হয়েছে। এজন্য বিশ্বের বিনিয়োগকারীদের চোখ এখন চট্টগ্রামের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রও চট্টগ্রামে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি ও পর্যটনখাতে বিনিয়োগের জন্য সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বুধবার বিকেলে চট্টগ্রামের সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাতকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এখন যেভাবে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে তাতে চট্টগ্রাম অচিরেই আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগের কার্যকর যোগসূত্র হিসেবে সংযোজিত হবে। এখানে যে অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে উঠেছে তাতে বিশ্বের বড় বড় অর্থনৈতিক শক্তির অংশগ্রহণ নিশ্চিত হলে তার ইতিবাচক প্রভাব শুধু বাংলাদেশ বা অঞ্চলগত নয়, বৈশ্বিকভাবে প্রতিফলিত হবে।’

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশ একটি ঘন জনবসতিপূর্ণ জনপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে তাদেরকে এদেশে আশ্রয় দিয়েছেন এবং তাদের লালন-পালনের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করে যাচ্ছেন। রোহিঙ্গা সমস্যা বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। এই পরিস্থিতি নিরসনের একমাত্র সমাধান হচ্ছে তাদেরকে দ্রুত নিজ মাতৃভূমিতে প্রাপ্য মর্যাদা ও স্বীকৃতি অনুযায়ী প্রত্যাবাসন করা।

এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাউন্সিলর ফর পলিটিক্যাল অ্যান্ড ইকোনোমিক অ্যাফেয়ার্স স্কট এ ব্র্যান্ডন, ইকোনোমিক এন্ড কর্মাশিয়াল স্পেশালিস্ট শাহীনুর সিকদার, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী ও অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here