‘অবসরে যাওয়া উচিত অমিতাভের’, বললেন সালমানের বাবা

0
0

অমিতাভ বচ্চনের বয়স ৭৯ হলো। এই বয়সেও একের পর এক কাজে দম ফেলার সময় নেই অভিনেতার। এতে আক্ষেপ নেই অমিতাভের। তবে সালমান খানের বাবা সেলিম খান মনে করেন, অমিতাভের এখন অবসরে যাওয়া উচিত।

জাভেদ আখতারের সঙ্গে অমিতাভের জন্য একাধিক ব্লকবাস্টার সিনেমার গল্প লিখেছেন সেলিম খান। একথা অস্বীকার করার উপায় নেই যে অমিতাভের সুপারস্টার হওয়ার পেছনে সেলিম খানের অবদান অনেক। সেই সেলিম খানই মনে করছেন, অমিতাভের এখন অভিনয় থেকে অবসর নেয়া উচিত।

ভারতের একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে সেলিম খান বলেছেন, ‘অমিতাভ বচ্চনের এখন অবসর নেয়া উচিত। তিনি জীবনের সব লক্ষ্য অর্জন করে ফেলেছেন। প্রতিটি মানুষেরই নিজের জন্যও কিছু সময় রাখা উচিত। অমিতাভ পেশাগত জীবন দারুণ কাটিয়েছেন। ভালো কাজ করেছেন। এখন এই দৌড়ের থেকে নিজেকে মুক্ত করা উচিত তার। তার এখন শান্তিপূর্ণ অবসর কাটানো উচিত।’

সেলিম খান মনে করেন, বলিউড সিনেমায় এখন ভালো গল্পের ছবি খুব কম তৈরি হয়। অমিতাভ বচ্চন যেই মাপের অভিনেতা, সেই মাপের গল্প পাওয়া কঠিন। তার জন্য এখন কোনো গল্প নেই। কারণ বলিউডের ছবির প্রযুক্তিগত উন্নয়ন হলেও গল্পের দিক থেকে পিছিয়ে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here