বাংলাবাজার-শিমুলিয়া রুটে আবারো ফেরি চলাচল বন্ধ

0
0

পদ্মা নদীতে স্রোত বৃদ্ধি পাওয়ায় ও পদ্মাসেতুর নিরাপত্তা জণিত কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সোমবার (১১অক্টোবর) দুপুর সাড়ে ১২ টা থেকে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। এর আগে সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু গত কয়েকদিনের তুলনায় স্রোতের বেগ বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ’র মেরিন কর্মকর্তা আহমদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘গত কয়েকদিন ধরে নদীতে স্রোত কম থাকায় তখন ফেরি চালু হয়েছিল। আর তখনকার তুলনায় নদীতে স্রোত কিছুটা বেড়েছে। এ অবস্থায় দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোত কমলে ফেরি আবার চলবে।’

উল্লেখ্য, এক টানা ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৫ অক্টোবর ভোর থেকে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ৬ দিন পরই আবার বন্ধ হলো ফেরি চলাচল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here