তুরাগে ট্রলারডুবি: ৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

0
11

সাভারের গাবতলী এলাকায় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় আরো এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন

তিনি বলেন, সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিনবাজারে তুরাগ নদে পাঠানো হয়। এরপর দুপুরে আরো তিনটি ডুবুরি দল যোগ দেয়। সবশেষ বিকেল সাড়ে তিনটার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো। এরমধ্যে একজন নারী ও বাকি তিনজন শিশু।

তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে উদ্ধার তৎপরতায় জোর বাড়াতে বিকেলে পৌনে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে কোস্ট গার্ডের ডুবুরি দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here