শেষ সময়ের জোড়া গোলে জিতলো ব্রাজিল

0
0

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পিছিয়ে পড়েও জয় পেয়েছে ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে টানা নয় ম্যাচে জয়ের অনন্য কীর্তি গড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ম্যাচটিতে হারের শঙ্কায় পরেছিল ব্রাজিল। কারণ মাত্র ১১ মিনিটের মাথায় এরিক রেমিরেজ গোল করে ভেনেজুয়েলাকে এগিয়ে নেন। অসংখ্য সুযোগ সৃষ্টি করলেও গোলটি শোধ করতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয় ৭১ মিনিট পর্যন্ত। এ সময় গোলটি করেন মারকুইনহোস।

এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল। অপরদিকে ৯৫ মিনিটে অ্যান্থনি গোল করে ব্রাজিলের জয় পুরোপুরি নিশ্চিত করে ফেলেন। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলেননি ব্রাজিলের তারকা নেইমার।

এই জয়ে ৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এক ম্যাচ জিতলেই রেকর্ড সংখ্যকবারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিবে ব্রাজিল।

নেইমারদের পরবর্তী ম্যাচ ১১ অক্টোবর কলম্বিয়ার মাঠে। পরের ম্যাচ খেলবে উরুগুয়ের বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here