গতকাল বুধবার রুশ কর্তৃপক্ষ জানায়, এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ৯২৯ জন।
রাশিয়ায় এ নিয়ে করোয় প্রাণ হারিয়েছেন ২ লাখ ১২ হাজার ৬২৫ জন, ইউরোপের মধ্যে সর্বোচ্চ। সংক্রমিত হয়েছে ৭৫ লাখ মানুষ। দেশটির অর্ধেকের মতো মানুষের এখনো করোনা টিকা নেওয়ার কথা ভাবছেন না বলে জানা গেছে।
এদিকে, রাশিয়া সরকার জানিয়েছে, করোনা সংক্রমণ রোধে তাদের নতুন করে লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা নেই। প্রদেশগুলো পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিচ্ছে। নতুন কোনো বিধিনিষেধকে তারা প্রত্যাশিত বলে আখ্যা দিয়েছে।
সূত্র : এনডিটিভি