অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় বাস করা চার ফিলিস্তিনি পরিবারকে তাদের নিজ বাড়িতে ভাড়া দিয়ে থাকার প্রস্তাব দিয়েছেন ইসরাইলি সুপ্রিম কোর্ট। সোমবার ইসরাইলি বসতি স্থাপনকারী সংস্থা নাহালাত শিমনের কাছে নিজেদের জমি নিয়ে বিরোধের জেরে মামলার শুনানিতে এই ‘আপোস সমাধানের’ প্রস্তাব দেন আদালত।
ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, উচ্ছেদের হুমকিতে থাকা এই ফিলিস্তিনি পরিবারগুলোকে ‘সংরক্ষিত ভাড়াটিয়া’ হিসেবে ১৫ বছর বা পরবর্তী চুক্তি না হওয়া পর্যন্ত তাদের বাড়িতে থাকার প্রস্তাব দেয়া হয়।
প্রস্তাব অনুযায়ী এই সময়ের মধ্যে তাদের বাড়ি থেকে কেউ ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ করবে না। এর বিনিময়ে প্রতি বছর নাহালাত শিমনকে দুই হাজার চার শ’ ইসরাইলি শেকেল (৬৩ হাজার সাত শ’ টাকা) ভাড়া দিতে হবে।
ইসরাইলি আদালতের আদেশে বলা হয়, প্রয়োজনীয় সংশোধন করে উভয়পক্ষকে ২ নভেম্বরের মধ্যে সমঝোতা করতে হবে। তা না হলে আদালত বাধ্যতামূলক আদেশ জারি করবে।
আদালতের আদেশের প্রতিক্রিয়া জানতে তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি পরিবারগুলোর সাথে যোগাযোগ সম্ভব হয়নি।
তবে যদি ফিলিস্তিনি পরিবারগুলো এই প্রস্তাব গ্রহণ করে, তবে ইসরাইলি বসতি স্থাপন সংস্থার কাছে তাদের জমির মালিকানা ছেড়ে দিতে হবে। ওই সংস্থার অনুমতি ছাড়া ফিলিস্তিনি পরিবারগুলো নিজেদের বাড়ির কোনো পরিবর্তন বা সংস্কার কাজ করতে পারবে না।
এর আগে চলতি বছর বেশ কিছু ফিলিস্তিনি পরিবারকে শেখ জাররাহ থেকে উচ্ছেদে ইসরাইলি আদালতের আদেশের পর পশ্চিম তীর, গাজা ও ইসরাইলের অভ্যন্তরের ফিলিস্তিনিদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দমনে ইসরাইলি নিরাপত্তা বাহিনী জেরুসালেমের মসজিদুল আকসার ভেতরে হামলা চালালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো ইসরাইলকে সতর্কতা জানায়। ইসরাইল সতর্কতা না মানায় স্বাধীনতাকামী সংগঠনগুলো ইসরাইলি সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। টানা ১১ দিনের সংঘর্ষের পর মিসরের মধ্যস্ততায় স্বাধীনতাকামী সংগঠনগুলোর প্রস্তাব মেনে যুদ্ধবিরতিতে যায় ইসরাইল।
সূত্র : আনাদোলু এজেন্সি