নতুন জীবন পেল অর্ধশত বক

0
20

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ার দুর্গম বিল এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত বকসহ ছয় শিকারিকে আটক করেছেন স্থানীয় পরিবেশকর্মীরা। এ সময় পাখি শিকারের ৩০টি ফাঁদ ধ্বংস করা হয়। পরে চলনবিল গেট এলাকায় বকগুলো আকাশে অবমুক্ত করা হয়।

এদিকে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসন সাত হাজার টাকা জরিমানা করেন। পড়ে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার ভোরে গুনাইখাড়া, দীঘলগ্রাম ও নলবাতা বিল এলাকায় এ অভিযান চালান চলনবিল জীববৈচিত্র্য কমিটির সদস্যরা।

চলনবিল জীববৈচিত্র্য কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চলনবিলের দুর্গম এলাকায় ধানক্ষেতে কলা ও খেজুর পাতার তৈরি ফাঁদ দিয়ে পাখি শিকার করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে ভোরে গুনাইখাড়া, দীঘলগ্রাম ও নলবাতা বিল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছয় শিকারিকে আটকসহ অর্ধশত বক উদ্ধার এবং ৩০টি ফাঁদ ঘর ধ্বংস করা হয়। পরে ওই সব এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।

অভিযানে অংশ নেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি হাসান ইমাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশকর্মী কুরবান আলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here