আব্দুস সালাম বলেন, গত ২ আগস্ট ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি হয়েছে।
তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক সংগঠন। গণতান্ত্রিকভাবে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কাউন্সিল করবো, কাউন্সিলের মাধ্যমে সংগঠন হবে। এই লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড ও থানায় যাতে কর্মীসভা করা যায় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি। আমরা মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ জানাতে চাই।
রাজধানীতে ডেঙ্গু মশা নিধনে বছর ব্যাপী পরিকল্পনা, করোনা চিকিৎসায় ঢাকা দক্ষিণের হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ স্থাপন, মহানগরীর হোল্ডিং ট্যাক্স মওকুফ, মাদক, শিশু নির্যাতন ও নারীর সম্ভ্রমহানির মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দ্রুত ব্যবস্থা নেয়া, যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ এবং দখলকৃত খেলার মাঠ উন্মুক্তসহ নতুন মাঠের ব্যবস্থা নেয়া, জলাবন্ধতার নিরসন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার এবং কারাবন্দিদের মুক্তিসহ ২৩ দফা তুলে ধরেন আব্দুস সালাম।
অনুষ্ঠানে অংশ নেন মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মো. মোহন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, হারুন উর রশিদ হারুন, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, এসকে সেকেন্দার কাদির ও মনির হোসেন চেয়ারম্যান, ইশরাক হোসেন প্রমুখ। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, কৃষক দলের হাসান জাফির তুহিন, ওলামা দলের শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদারসহ অঙ্গসংগঠনের নেতারাও এই মতবিনিময় সভায় ছিলেন।