রাবির ভর্তি পরীক্ষা শুরু

0
16

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। প্রথম শিফটের পরীক্ষা শেষ হবে সকাল সাড়ে ১০টায়।

দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায় এবং শেষ হবে দুপুর ১টায়। এছাড়া তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ১ হাজার ৫৯৪ আসনের বিপরীতে আবেদন করেছে ৪৪ হাজার ১৯৪ জন। ‘সি’ ইউনিটের প্রতি আসনে লড়াই করবেন ২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন আবেদন করেছে। তিনটি ইউনিটে চূড়ান্ত আবেদন করেছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী। একটি ইউনিটে সর্বোচ্চ ৪৫ হাজার ভর্তিচ্ছুর আবেদন করার সুযোগ ছিল।

এদিকে সকাল সাড়ে ৯টার পর দিকে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া ও সুলতান উল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপাচার্য।

আগামীকাল ‘এ’ ইউনিটের এবং পরশু ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here