আটকের পর গেস্টহাউসের যে কক্ষে রাখা হয়েছে সেটি ঝাড়ু দিচ্ছেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। সাদা টাইলস বসানো ধূলিধূসরিত ছোট্ট কক্ষটি নিজ হাতেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন তিনি।
উত্তর প্রদেশের লাখিমপুরের খেরি যাওয়ার পথে আটকের পর সেখানে রাখা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
ইন্ডিয়া টুডে জানায়, সোমবার ভোরে প্রিয়াঙ্কা গান্ধী এবং একদল কংগ্রেস নেতাকে লাখিমপুরের খেরি যাওয়ার পথে আটক করা হয়েছিল। প্রিয়াঙ্কা গান্ধীকে এখন সিতাপুরের একটি গেস্ট হাউসে রাখা হয়েছে, যেখানে তাকে মেঝে ঝাড়ু দিতে দেখা গেছে।
কংগ্রেসের শেয়ার করা আরেকটি ভিডিওতে প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তর্ক করতে দেখা গেছে। তিনি আটকের পরোয়ানা দেখার দাবি করেন।
কংগ্রেস অভিযোগ করেছে, বিবাদের সময় দলীয় নেতাদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছিল।