কিউকমের সিইও রিপন গ্রেপ্তার

0
16

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে বলে সোমবার জানানো হয়।

মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, দুপুরে এই বিষয়ে সংবাদ সম্মেলন করে ডিবির কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।

ডিবি সূত্র জানায়, বহুল আলোচিত ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালি, রিং আইডি, ই অরেঞ্জ ও ধামাকার মতো কিউকমও চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতো। তবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হলে সম্প্রতি কিউকম তাদের অফিস বন্ধ করে দেয়।

এরআগে ইভ্যালির রাসেলকে সস্ত্রীক গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ডেও নিয়েছে পুলিশ। ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বিষয়টিকে নজরদারির মধ্যে আনার কথা বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here