রোহিঙ্গাদের শীর্ষ নেতা মো. মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
শুক্রবার রাতে এপিবিএনের একটি টিম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
শনিবার আর্মড পুলিশ ব্যাটালিয়ন দুই রোহিঙ্গাকে গ্রেপ্তারের কথা জানায়। এনিয়ে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হল।
১ ইস্ট লম্বাশিয়া ক্যাম্প থেকে আব্দুস সালাম (৩০) ও ৮ ইস্ট কুতুপালং ক্যাম্প থেকে জিয়াউর রহমানকে (৩২) আটক করা হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নইমুল হক বলেন, শুক্রবার রাতে বিভিন্ন ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় ওই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে, শুক্রবার বেলা ১২টার দিকে এপিবিএনের সদস্যরা সেলিম উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছিলেন। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উখিয়া উপজেলার লম্বাশিয়া ক্যাম্পে বুধবার রাত সাড়ে ৮টার দিকে আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস অফিসে এই সংগঠনের চেয়ারম্যান মুহিবুল্লাহকে (৪৮) গুলি চালিয়ে হত্যা করে একদল অস্ত্রধারীরা।
এ ঘটনায় মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে মামলা করেছেন।